সলমনের জন্মদিনের পার্টিতে এক ছাদের তলায় তাঁর তিন প্রাক্তন
নিজের হাতে কেক কেটে সোনাক্ষী সিনহাকে খাইয়ে দেন সলমন। সঙ্গে দেখা যায় নিরাপত্তারক্ষী শেরাকে।
সলমনের জন্মদিনে এক ছাদের তলায় তাঁর তিন প্রাক্তন বান্ধবী, ক্যাটরিনা কাইফ, লুলিতা ভান্তুর, সঙ্গীতা বিজলানি এবং সঙ্গে ডেইজি শাহ।
(বাঁদিক থেকে) আদিত্য রায় কাপুর, তাব্বু, গুরু রণধাওয়া।
বিবাহ-বিচ্ছেদের পর নতুন বান্ধবী কৃতি খরবান্দাকে নিয়ে সলমনের জন্মদিন পুলকিত সম্রাট, স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিদ্যা বালান।
(বাঁদিক থেকে) ছেলে আহিলের সঙ্গে বোন অর্পিতা, সৎ মা হেলেন, মা সলমা খানের সঙ্গে সোহেল খান, বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও জামাই অতুল অগ্নিহোত্রী।
ছবিতে সলমনের দুই ভাইপো সোহেল খান ও সীমা খানের ছেলে নির্বাণ খান, আরবাজ খান ও মালাইকার ছেলে আরহান খান।
(বাঁদিকে থেকে) রাজপাল যাদব, স্বামী অনিল থাডানির সঙ্গে রবিনা ট্যন্ডন। সমীর সোনি, নীলম সোনির সঙ্গে তুষার কাপুর।
সলমনের জন্মদিনে তিন বলিউডের নতুন মুখ, ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাশানি (মরদ কো দরদ নেহি হোতার অভিনেতা), প্রাণুতন বেহল, জাহির ইকবাল, জাহিরকে দেখা গেল বাবা সিদ্দিকির সঙ্গে।