Salman Khan: সলমানের মা সলমার ৮০তম জন্মদিন, পার্টিতে হেলেনের কান্ডে অবাক অতিথিরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলমান খান অনেক সাক্ষাৎকারেই বলেছেন তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাঁর মা সলমা খানকে। বুধবার ছিল তাঁর মায়ের ৮০তম জন্মদিন।
সলমা খানের জন্মদিনের পার্টি পরিকল্পনা করেছিলেন তাঁর দুই মেয়ে অলবীরা ও অর্পিতা খান। সেই পার্টিতে গান গেয়েছেন হরশদীপ কৌর। তিনিই শেয়ার করেছেন পার্টির অন্দরের ছবি।
পার্টির থিম কালার ছিল কালো। সবার দেখা মিললেও ছবিতে দেখা গেল না সলমান খানকে। সম্প্রতি কিসি কা ভাই কিসি কি জান ছবির শ্যুট শেষ করেছেন সলমান।
হরশদীপ লেখেন পার্টিতে তিনি পারফর্ম করেছেন। পাশাপাশি অলবীরা ও অর্পিতার ব্যবহারে তিনি মুগ্ধ।
সেই পোস্টেই হরশদীপ লেখেন, পার্টিতে সবাইকে অবাক করেছেন হেলেন। তাঁর জনপ্রিয় গানে নেচে কার্যত পার্টির প্রাণভোমরা হয়ে উঠেছিলেন তিনি।
এই বয়সে তাঁর নাচ দেখে সত্যিই বিস্মিত সকলেই। তবে পাশাপাশি সেই নাচ চুটিয়ে এনজয়ও করেছেন সকলে।