Salman Khan: ৬ ঘণ্টা হাসপাতালে, ``৩ বার সাপে কামড়েছে``, বললেন সলমন

Mon, 27 Dec 2021-11:23 am,

আজ বলিউডের ভাইজান পা দিলেন ৫৬-য়। তবে তার আগেই পানভেল ফার্ম হাউজে সাপে কামড়ায় সলমনকে। রবিবার সকালেই ঘটে দুর্ঘটনাটি। তড়িঘড়ি চিকিৎসার জন্য নিকটবর্তী এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাইজানকে। দেওয়া হয় বিষ নিরোধক ওষুধও।  

জন্মদিনের দিন ভোররাতে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এলেন সলমন। সলমন খান এদিন এএনআই-কে বলেন, "একটি সাপ ফার্মহাউসে ঢুকেছিল। আমি লাঠি দিয়ে বাইরে বার করার চেষ্টা করছিলাম। সাপটাকে ধরে ছেড়ে দেওয়ার সময়ই কামড়ে দেয়। তিনবার কামড়ায় সাপটি। এক ধরনের বিষাক্ত সাপ ছিল। ৬ ঘন্টা হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখন ভালো আছি।"

হাসপাতাল থেকে সলমানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কালো কাপড়ে চোখ বন্ধ করে বিছানায় বিশ্রাম নিতে দেখা যায় তাকে। এই ছবির কমেন্ট সেকশনে অভিনেতার ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সাপের কামড় খাওয়ার পর সলমনকে নবী মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন একদম ফিট আর ফাইন ভাইজান। ঘনিষ্ঠদের নিয়ে জমিয়ে পার্টিও করলেন তিনি। 

প্রতিবছরই নিজের জন্মদিন পরিবারের সঙ্গে সেলিব্রেট করেন সলমন। সেইমতো এবছরও পানভেলের ফার্ম হাউজে (Panvel Farm House) শুরু হয়েছিল প্রস্তুতি। মধ্যরাত থেকেই সেখানে পার্টির আয়োজন করেছেন সলমন নিজেই। 

সালমান খানের ফার্মহাউস বিশাল এলাকায় জুড়ে। প্রায় বনভূমির উপর তৈরি। এখানে প্রচুর গাছপালা এবং পাখি ও প্রাণীর সমাহার। এদিন ঘটনাটি ঘটার সময় সলমন বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।

লকডাউনে বেশিরভাগ সময়ই এই পানভেলের ফার্মহাউজেই সময় কাটিয়েছেন অভিনেতা। সেখানে চাষবাসও শুরু করেছিলেন সলমন। লকডাউনের সময় ভাইরাল হয়েছিল সেই ছবি ও ভিডিও।

এদিন হাসপাতালের সামনে ‘ভাইজান’কে দেখে অনুরাগীরা গাইলেন ‘তুম জিও হাজারো সাল, ভাইজান’। রসিকতা করে অভিনেতাও বলেন, ‘সাপে কামড়ানোর পরে, এরকম হাসতে পারা অসম্ভব’।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link