Salman Khan: অসুস্থতা কাটিয়ে উঠে, `বিগ বস` আবার সলমান!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগবস সিজন ১৮ তে ফিরছেন সলমান খান! জল্পনা উসকে দিয়ে ভাইরাল হল সলমানের বিগ বস ১৮ -এর প্রথম ঝলক।
ভাইরাল হওয়া ফটো ও ভিডিয়োতে দেখে বোঝা যাচ্ছে, সেগুলি রবিবার হতে চলা বিগবস সিজন ১৮ গ্র্যান্ড প্রিমিয়ারের সেট। সেখানে উপস্থিত রয়েছেন সলমান খান।
একটি কালো-নীল মখমলের ব্লেজারে অভিনেতাকে দেখা গিয়েছে। সঙ্গে একটি কালো শার্ট এবং ম্যাচিং প্যান্ট পরে রয়েছেন তিনি।
এই সিজনে একটি টেনটেটিভ লাইনআপ পাওয়া গিয়েছে। রয়েছেন ভিভিয়ান ডিসেনা, নিয়া শর্মা, শোয়েব ইব্রাহিম, পদ্মিনী কোলহাপুরে, সামিরা রেড্ডি, সুরভি জ্যোতি, করণ বীর মেহরা, শিল্পা শিরোদকার, কৃষ্ণা শ্রফ, গশমীর মহাজানি, নায়রা ব্যানার্জী, মুসকান বামুনের মতো প্রতিযোগী।
বিগ বসের ওটিটি সংস্করণে, সানা মকবুলকে বিজয়ী হিসাবে মুকুট দেওয়া হয়েছিল এবং র্যাপার নায়েজি রানার আপ হিসাবে সমাপ্ত করেছিলেন।
বিগ বস সিজন ১৮, অক্টোবর ৬ থেকে শুরু হচ্ছে। এই সিজনের থিম "সময়ের তাণ্ডব (টাইম কা তাণ্ডব)"। সেখানে সঞ্চালক হিসাবে দেখা যাবে সলমান খানকে।