মসজিদের জন্য নির্ধারিত ৫ একর জমিতে তৈরি হোক কলেজ, অযোধ্যা রায়ের পর বললেন সলমনের বাবা সেলিম খান
অযোধ্যা মামলার রায় নিয়ে এবার মুখ খুললেন সলমন খানের বাবা সেলিম খান
তিনি বলেন, অযোধ্য়া মামলার রায়ে মুসলিমদের মসজিদ তৈরির জন্য যে ৫ একর জমি দেওয়া হয়েছে, সেখানে কলেজ তৈরি করা হোক
ভারতীয় মুসলিমদের জন্য মসজিদের চেয়ে স্কুল অনেক বেশি প্রয়োজনীয় বলেও জানান সেলিম খান
তিনি আরও বলেন, অযোধ্যা নিয়ে বিতর্ক এবার শেষ হওয়া উচিত। নামাজ তো যে কোনও জায়গায় পড়ে নেব আমরা। সে মাটিতে বসে হোক কিংবা বিমানে চড়ে কিংবা ট্রেনে চড়ে। কিন্তু শিক্ষার জন্য আমাদের স্কুল চাই
দেশের প্রায় ২২ কোটি মুসলিম নাগরিক যদি উপযুক্ত শিক্ষা পান, তাহলে এ দেশের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য় করেন সেলিম খান
অযোধ্যা মামলার রায় নিয়ে সেলিম খান নিজের মত প্রকাশ করলেও, এ বিষয়ে মুখ খোলেননি সলমন খান