`৫০০-র বদলে ১০০`! করোনা আতঙ্কে খাঁ খাঁ করছে সল্টলেক সেক্টর ফাইভ
শ্রাবন্তী সাহা : করোনা আতঙ্কে খাঁ খাঁ করছে কলকাতার তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভ। সল্টলেকে যেন বনধের শূন্যতা।
করোনার ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়ম চালু করেছে বেশিরভাগ অফিস। ফলে বহু অফিস ফাঁকা।
যাঁরা আসছেন, তাঁদের সংখ্যাটাও এক ধাক্কায় অনেক নেমে গিয়েছে। অলিগলির দোকান গুলিতে বড়জোর এক-দুজন করে আসছেন।
চা বিক্রেতারা জানাচ্ছেন, সকালে অন্তত ৫০০ ক্রেতা আসতেন, সেটাই এখন ১০০-তে নেমে গিয়েছে। খাবারের দোকানগুলিতেও একই অবস্থা।
যাঁরা এরমধ্যেও অফিস করছেন, তাঁরা ভয় পাচ্ছেন যে আসার পথে বাস বা ট্রেনে সংক্রামিত হয়ে যাওয়া।
অফিস যাত্রীদের সংখ্যা কম থাকায়, বাসও ফাঁকা। ফলে চাহিদা নেই আপ ক্যাবেরও। ট্রিপের জন্য রাস্তার ধারেই তাই দীর্ঘ অপেক্ষা করতে দেখা যাচ্ছে অ্যাপ ক্যাবগুলিকে।