Sampurna Lahiri: পোশাক নয়, ফেনায় ঢেকেছেন শরীর, ভাইরাল সম্পূর্ণার স্নানের ছবি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মলদ্বীপে ঘুরতে গিয়ে একের পর এক ছবি পোস্ট করে নেটপাড়ায় সাড়া ফেলেছেন সম্পূর্ণা লাহিড়ী।
তবে তাঁর সাম্প্রতিক পোস্ট করা ছবিতে ঘুম উড়েছে ফ্যানেদের।
একের পর এক বিকিনি পরিহিত ছবি পোস্টের পর এবার স্নানের ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
সমুদ্রের পাড়ে খোলা পরিবেশেই বাথটবে স্নান করছেন সম্পূর্ণা।
পোশাকে নয়, ফেনাতেই শরীর ঢেকেছেন নায়িকা।
সম্পূর্ণার ছবিতে অনেকেই তাঁর প্রশংসা করেন আবার অনেকে কটাক্ষও করেন।