গ্যালাক্সি নোট ৯ আনল স্যামসাং, ফোনে কী কী রয়েছে? জানলে চমকে যাবেন

Thu, 09 Aug 2018-11:22 pm,

অ্যাপল এক্সের সঙ্গে টক্করে আত্মপ্রকাশ করল গ্যালাক্সি নোট ৯ ফ্যাবলেট। দীর্ঘ ব্যাটারি আয়ু ও গেমিংয়ের দারুণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিল সংস্থা। 

সস্তা ও উন্নত প্রযুক্তির ফোন নিয়ে স্যামসাংকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে চিনা মোবাইল সংস্থা হুয়েই। স্যামসাংয়ের বাজার ক্রমশই পড়তির দিকে।   

নিউইয়র্ক ও সিওলে নোট ৯ ফোনটি প্রথম প্রকাশ্যে আনল স্যামসাং। কী কী বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে?   

১২৮জিবি/৬জিবি ও ৫২১জিবি/৮জিবি দুটি সংস্করণে মিলবে নোট ৯।

৪০০০ মিলিয়ম্প আওয়ার্সের ব্যাটারি রয়েছে। ৪০ সেকেন্ড চার্জ দিয়ে ৩০ মিনিট ফোনটি ব্যবহার করা যাবে।

গ্যালাক্সি এস ৯-এর মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে চলবে নোট ৯। অ্যান্ডড্রয়েড ওরিওতে চলবে ফোনটি। 

প্রতিযোগীদের সঙ্গে এঁটে উঠতে ক্যামেরার দিকে নজর দিয়েছে স্যামসাং। স্মার্টফোনের পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ও পিছনের ক্যামেরা অটোফোকাস।

তবে স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষক বস্তুটি হল এস পেন স্টাইলাস। আগের মতো এস পেন দিয়ে ফোন চালানোর সুবিধা ছাড়া রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। এমনকি ক্যামেরার পরিবর্তনও করা যাবে। 

এই প্রথম কোনও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চলতে পারে ভিডিও স্মার্টফোন সার্ভাইভাল নামে একটি গেম ফোর্টনাইট। কম্পিউটার, কনসোল ও অ্যাপলে এই গেম খেলা যায়।           

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link