হালাল ভালবাসা এত সুন্দর আগে ভাবিনি, মৌলানাকে বিয়ের পর উপলব্ধি সানার
নিজস্ব প্রতিবেদন: বলিউডের ঝা চকচকে কেরিয়ার ছেড়ে ধর্মপথে সানা খান। সদ্য নিকাহ করেছেন মৌলানা অনস খানকে। বিয়ের পর তাঁর উপলব্ধি, হালাল ভালবাসা এত সুন্দর আগে বুঝতে পারেননি।
বিয়ের পর ভালবাসায় ডুবে সানা। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন,''কখনও ভাবিনি হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।''
তার আগে ইনস্টাগ্রামে মেহেন্দি পরা হাতের ছবি দিয়েছিলেন সানা। লিখেছিলেন,''আমার ভালবাসা পবিত্র না হলে এত চড়়া মেহেন্দির রং আসত না।''
সাদা গাউনে একাধিক পোশাকে একাধিক ছবিও শেয়ার করেছেন সানা। বোঝাই যাচ্ছে, স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন।
সানা এও লিখেছিলেন''আল্লাহর জন্যই একের অপরকে ভালবেসেছেন। আল্লাহর জন্য শাদিও করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জন্নতেও যেন আবার মিলিয়ে দেন।'