Durga Puja 2024: আজব কাণ্ড! সন্ধিপুজোর আগে চলল দেদার গুলি...
বিধান সরকার: বন্দুক থেকে গুলি ছুঁড়ে সন্ধি পুজো শুরু হয় জামগ্রাম নন্দী বাড়িতে।
পান্ডুয়ার জামগ্রাম নন্দী বাড়ির পুজো প্রায় ২২৫ বছর ধরে এই রীতিই মানা হয়।
রীতি মেনে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের পুজো শুরু হয় তোপ ধ্বনির মধ্য দিয়ে।
সন্তান সন্তিদের মঙ্গল কামনায় ঠাকুরের সামনে ধুনো পোড়ান বাড়ির মহিলারা। পান্ডুয়া তথা হুগলি জেলার মধ্যে পুরোনো বাড়ির পুজো গুলোর মধ্যে অন্যতম জামগ্রাম নন্দী বাড়ির পুজো।
বৈষ্ণব মতে এখানে পূজিতা মা দুর্গা। বিজয়াতে দেবী দুর্গা কাঁধে চড়ে যান পুকুর ঘাটে নিরঞ্জন হয় সেখানে।
প্রতিমা নিরঞ্জনের পর রীতি মেনে নন্দীবাড়ির সকল সদস্যরা একত্রিত হয়ে কলাপাতায় খাগের কলমে দোয়াতের কালি দিয়ে তিনবার শ্রী শ্রী দুর্গা সহায় লেখেন। পুজো সম্পন্ন হয় এভাবেই। আবারও প্রস্তুতি হয় আগামী বছরের।