বাদামি টেডি বিয়ার পোশাকে ছেলেকে লুকিয়ে রাখলেন সানিয়া
গত ৩০ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দেন সানিয়া মির্জা। নিজের টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করেছিলেন স্বামী শোয়েব মালিক।
২০১০ সালের ২ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা।
বিমানবন্দরে নিজের ছোট ছেলেকে কোলে নিয়ে দেখা গেল সানিয়া মির্জাকে।
নতুন মাকে স্টাইলিশ লাগছে, তবে আরও চমকে দিয়েছে তাঁর ছেলের পোশাক।
'টেডি বিয়ারে'র আদলে একটি পোশাক ছেলেকে পরিয়েছেন সানিয়া।