Sania Mirza retires: টেনিস সুন্দরীর পাঁচ অনন্য নজির, যা আপনার চোখ কপালে তুলবেই

Sabyasachi Bagchi Wed, 22 Feb 2023-3:33 pm,

দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে মোট ছ'বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সানিয়া। ২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন সানিয়া। সেটাই ছিল ভারতের মহিলা হিসেবে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। এরপর ২০১২ সালে সেই ভূপতিকে নিয়েই জিতেছিলেন ফরাসি ওপেনের মিক্সড ডাবলস খেতাব। ২০১৪ সালে জিতেছিলেন যুক্তরাস্ট্র ওপেনের মিক্সড ডাবলস খেতাব। সেই সময় সানিয়ার পার্টনার ছিলেন ব্রুনো সোরেস। এখানেই শেষ নয়। মহিলাদের ডাবলসেও দাপট দেখিয়েছিলেন সানিয়া। মার্টিনা হিঙ্গিজকে নিয়ে ২০১৫ সালে যুক্তরাস্ট্র ওপেন ও উইম্বলডন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। 

 

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে ভারতের প্রথম মহিলা হিসেবে ডব্লিউটিএ প্রতিযোগিতা জিতেছিলেন সানিয়া। 

২০১৫ সালে ডব্লিউটিএ প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করার জন্য সিঙ্গলস ও ডাবলস, দুই বিভাগেই শীর্ষস্থানে চলে যান সানিয়া। দীর্ঘ ৯১ সপ্তাহ শীর্ষে ছিলেন তিনি। কেরিয়ারে ডব্লিউটিএ প্রতিযোগিতা জিতেছিলেন সানিয়া।  

 

২০০৭ সালে ডব্লিউটিএ প্রতিযোগিতার সিঙ্গলস বিভাগে সেরা পারফর্ম করে ২৭ নম্বরে উঠে এসেছিলেন সানিয়া। 

 

২০০৫ সালে ভারতের প্রথম মহিলা হিসেবে যুক্তরাস্ট্র ওপেনের সিঙ্গলস বিভাগের  চতুর্থ রাউণ্ডে পা রেখেছিলেন সানিয়া। তবে মারিয়া শারাপোভার কাছে হেরে তাঁকে বিদায় নিতে হয়েছিল। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link