``মাত্র কয়েকটা মাস রয়েছে সঞ্জয় দত্তের হাতে?`` কী বলল অভিনেতার পরিবার!
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। বর্তমানে স্টেজ ফোরে রয়েছে সঞ্জয় দত্তের ক্যানসার। সম্প্রতি এই খবর যখন প্রকাশ্যে আসে, তখন থেকেই শোরগোল শুরু হয়ে যায়। শোনা যায়, ক্যানসারের চিকিৎসার জন্য মার্কিন মুলুকে অথবা সিঙ্গাপুরে পাড়ি দেবেন সঞ্জয় দত্ত। যদিও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেতা। এই মুহূর্তে তাঁর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে, তাই সেগুলির কাজ শেষ না করে তিনি বিদেশে চিকিৎসা করাতে যাবেন না বলে স্পষ্ট করে দেন বলিউডের 'মুন্নাভাই'
ক্য়ানসার ধরা পড়ার পর মুম্বইতে চিকিৎসা শুরু হয় সঞ্জয় দত্তের। দুই সন্তানের সঙ্গে দেখা করে দুবাই থেকে সম্প্রতি মুম্বইতে ফেরেন সঞ্জয় কেমোথেরাপির জন্য। পাপারাতজির ক্যামেরায় বন্দি হয় সঞ্জয় দত্ত এবং মান্যতা দত্তর সেই ছবি
মুম্বইতে ফেরার পর সঞ্জয় দত্ত স্যালোঁতে গিয়ে চুলের পরিচর্যা করছেন, সেই ভিডিয়োও প্রকাশ্যে আসে। পাশাপাশি ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি রোগকে হারিয়ে দেবেন বলেও প্রত্যয়ী সুর শোনা যায় সঞ্জয় দত্তের গলায়। এসবের মাঝে সম্প্রতি একটি খবরে শুরু হয় জোর শোরগোল। শোনা যায়, ''সঞ্জয় দত্তের হাতে নাকি আর কয়েকটা মাস বাকি রয়েছে।'' যা শুনে কার্যত ক্ষেপে যায় দত্ত পরিবার
পিটিআইয়ের এক সাক্ষাতকারে সঞ্জয় দত্তের পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, অভিনেতাকে নিয়ে যে খবর ছড়িয়েছে ''কয়েক মাস সময় রয়েছে'' বলে, তা পুরোপুরি মিথ্যে। বর্তমানে জোর কদমে সঞ্জয় দত্তের চিকিৎসা চলছে। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন অভিনেতা। সম্প্রতি ফের পরীক্ষা করানো হয়। যার ফলও ভাল এসেছে বলে স্পষ্ট জানিয়ে দেয় সঞ্জয় দত্তের পরিবার। সঞ্জয়ের স্বাস্থ্য নিয়ে খবর ছড়িয়েছে, তা আদেও সত্যি নয় বলে জানিয়ে দেওয়া হয় অভিনেতার পরিবারের তরফে
শিগগিরই সঞ্জয় দত্ত ক্যানসার মুক্ত হবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে পরিবারের তরফে। পাশাপাশি সঞ্জয়ের সঙ্গে প্রত্যেকের ভালবাসা এবং আর্শীবাদ রয়েছে,ফলে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে দত্ত পরিবার