স্যার জাদেজার সমালোচনা করেছিলেন; এবার বোর্ডের কমেন্ট্রি টিম থেকে বাদ পড়লেন
ধারাভাষ্যকার হিসেবে যতটা না জনপ্রিয়! তার চেয়ে বরং অনেক বেশি সমালোচনা এবং বিতর্কিত মন্তব্যে ঝড় তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
সূত্রের খবর, সুনীল গাভাসকর, লক্ষ্ণণ শিবরামকৃষ্ণণরা থাকলেও এবার বোর্ডের কমেন্ট্রি টিম থেকে বাদ পড়লেন মঞ্জরেকর।
ঘরোয়া আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব থেকে সরানো হয়েছে সঞ্জয় মঞ্জরেকরকে।
মনে করা হচ্ছে আইপিএলেও ধারাভাষ্যকার হিসেবে টিভি-র পর্দায় দেখা যাবে না মঞ্জরেকরকে।
গত দুবছর ধরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। বিশ্বকাপের সময় জাদেজাকে নিয়ে বলেছিলেন, ''আমি আধা বোলার বা আধা ব্যাটসম্যানদের ভক্ত নই। ওয়ানডে ক্রিকেটে জাদেজা এখন এরকমই।''যা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে নিয়েও নানান বিতর্কিত কথা বলেন।