Maldives Vacation: পুলের জলে বিকিনিতে ভাসমান Sara Ali Khan
সিনেমার শুটিংয়ের ফাঁকে একটু ফুরসত মিলতেই মালদ্বীপে ছুটি কাটাতে চলে গিয়েছেন সারা আলি খান। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
মালদ্বীপে নিত্যদিনই বিভিন্ন ব্র্য়ান্ডেড বিকিনিতে দেখা যাচ্ছে সারা আলি খানকে। হোটেলের পুলে বিকিনিতে ভেসে থাকার ছবি পোস্ট করেছেন সারা।
পুলের জলে ভেসেই মধ্যাহ্নভোজ সারতে দেখা গেল সইফ কন্যাকে।
মালদ্বীপের সৈকতে বালিয়াড়ি শুয়ে রোদ পোহাচ্ছেন সারা আলি খান।
শনিবারই মালদ্বীপের সৈকতে 'ভেনি ভিদি আমাভি' ব্র্যান্ডের মনোকিনিতে দেখা গিয়েছিল সইফ-অমৃতা কন্যাকে।
তবে সারা একা নন, তাঁর সঙ্গে মালদ্বীপে গিয়েছেন মা অমৃতা ও ভাই ইব্রাহিম।