জিমের পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন সারা আলি খান
উত্তরাখণ্ডের কেদারনাথে সারার আপকামিং ফিল্মের প্রথম ধাপের শ্যুট হয়েছে।
ইতিমধ্যেই সামনে এসেছে 'কেদারনাথ'-এ সারার ফার্স্ট লুক। সেখানে বলিউডের অনেকেই সারার মধ্যে মা অমৃতার প্রতিচ্ছবি দেখছেন।
ফিটনেস বজায় রাখতে আজকাল রেগুলার জিমে যেতে দেখা যায় সারাকে।
ইতিমধ্যেই সারার আপকামিং ফিল্ম 'কেদারনাথ'-এর প্রথম পর্যায়ের শ্যুটিং শেষ হয়েছে।
'কেদারনাথ' ফিল্মে সারার বিপরীতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে।
'কেদারনাথ' ফিল্মের মাধ্যমে বলিউডে পা রাখছেন সইফ আলি খান ও অমৃতা সিং-এর কন্যা সারা আলি খান।