লোহরি উৎসব পালন করছেন সারা আলি খান ও অমৃতা সিং
রবিবার আয়োজিত ফ্যাশান ডিজাইনার সন্দীপ খোসলার বাড়িতে লোহরি উৎসবে যোগ দিয়েছেন সারা আলি খান ও অমৃতা সিং।
ভাইঝি সোদিমিনী মাট্টু ও তাঁর স্বামী সিদ্ধার্থ ভান্ডারীর জন্য রবিবার এই লোরি উৎসবের আয়োজক করেন ডিজাইনার সন্দীপ খোসলা।
বিয়ের পর সৌদামিনীর কাছে এটাই প্রথম লোহরি উৎসব।
এদিন গোলাপী রঙের পাতিয়ালায় বেশ সুন্দর দেখাচ্ছিল সারা।
সারা ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন অমৃতা সিংও।