Sara Ali Khan in Kolkata: কলকাতায় ফুচকায় মন মজেছে সারার, নায়িকাকে এক ঝলক দেখতে উপচে পড়ল ভিড়

Soumita Mukherjee Thu, 25 May 2023-10:11 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবাব কন্যা হয়েও সারা আলি খান যে গার্ল নেক্সট ডোর, একথা সকলেরই জানা। কখনও অটোয় ঘোরেন তিনি কখনও আর পাঁচটা মেয়ের মতোই সালোয়ার কামিজে ধরা দেন তিনি। সেরকমই কিছু চিত্র দেখা গেল কলকাতায়

 

বৃহস্পতিবার কলকাতায় তাঁর আগামী ছবি জরা হটকে জরা বাঁচকে-র প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সারা বলেন যে তিনি খেতে ভালোবাসেন। কলকাতায় এসে মিষ্টি দই খেয়েছেন। এবার তাঁর ফুচকার খাওয়ার পালা।

 

রাসেল স্ট্রিটে চলে যান ফুচকা খেতে। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে নায়িকার জবাব, দারুণ মজা হচ্ছে।

 

সারা বলেন, ‘কলকাতার ভাইবস আমার খুব পছন্দ। অনেক ভালোবাসা পাই এখান থেকে। আর আজ যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও হটকে যেমন এই ফুচকা খেতে খেতেই সাংবাদিক বৈঠক করছি।’

 

এদিন সারা আলি খানের পরনে ছিল হালকা সবুজ ও রানী পিঙ্ক কম্বিনেশনের স্যুট সঙ্গে সারারা ট্রাউজার। কানে পরেছিলেন ঝুমকা, হাতে ভর্তি চুড়ি। একেবারে দেশি গার্ল সেজে কলকাতায় ঘুরে গেলেন সারা আলি খান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link