কার্তিকের সঙ্গে `ক্যান্ডেল লাইট ডিনার`-এ সারা
অভিনেতা কার্তিক আরিয়ানকে তাঁর বেশ পছন্দ, কার্তিকের সঙ্গে ডিনারে যেতে চান। একথা বলিউডে পা রাখার আগে থেকেই বিভিন্ন জায়গায় বলে আসছেন সারা আলি খান। 'কফি উইথ করণ' থেকে শুরু করে বিভিন্ন টক শোয়ে কার্তিকের প্রতি তাঁর ভালোলাগার কথা বলেছেন সারা। অবশেষে ইমতিয়াজ আলির আগামী ছবি 'লাভ আজ কাল-২'-এর শ্যুটিংয়ের দৌলতে কার্তিকের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে সইফ কন্য়া।
'লাভ আজ কাল-২'এর শ্যুটিংয়ের সময় সারা-কার্তিকের বিভিন্ন শ্যুটিংয়ের দৃশ্য ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।
শ্যুটিয়ের সময় দিল্লির একটা বারে সারা-কার্তিকের চুম্বনের দৃশ্যও ভাইরাল হয়েছিল।
লাভ আজ কাল-২ এর শ্যুটিং শেষে গোটি টিমের তরফে বিশেষ সেলিব্রেশনেরও আয়োজন করা হয় সারা ও কার্তিকের জন্য।
এবার একটি রেস্তোরাঁতে কার্তিকের সঙ্গে সারার ডিনারে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
সারার জন্য বিশেষ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেন কার্তিক আরিয়ান।
সারা ও কার্তিকের এই ডিনার ডেটে তাঁদের সঙ্গে এক দম্পতিকে এসে ছবিও তুলতে দেখা গেছে।