লাদাখে তাঁর `জন্নত` খুঁজে পেলেন Sara Ali Khan
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই লাদাখে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী সারা আলি খান(Sara Ali Khan)। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়াল ভরে উঠেছে সেই ছবিতে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিতে তিনি লিখেছেন লাদাখের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই তিনি 'জন্নত' খুঁজে পেয়েছেন।
বন্ধু জ্যাসলিন রয়্যাল ও রাধিকা মদনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান।
আগেও দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায় মন্দিরে ঘুরছেন সারা। এবার তিনি ঘুরে এলেন লাদাখের মৈত্র মন্দিরে।
তবে শুধু মন্দিরই নয়, প্যাগোডাতেও একসঙ্গে দেখা গেল জ্যাসলিন ও সারা আলি খানকে।
লাদাখের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সারা আলি খান। অভিনেত্রী লিখেছেন, প্রকৃতিতেই সুখ ও শান্তি খুঁজে পেয়েছেন তিনি।
কোন এক মনাস্ট্রিতে বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে সারা আলি খান। অভিনেত্রীর এই ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের।