মণীশ মালহোত্রার শোতে এক মঞ্চে সারা, খুশি ও জাহ্নবী
মনীশ মালহোত্রার শোয়ে সোফিয়া চৌধুরী।
মনীশ মালহোত্রার ফ্যাশান শোয়ে নজর কাড়লেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান।
মনীশ মালহোত্রার শোয়ে জাহ্নবী, খুশি, সারার সঙ্গে দেখা গেল অভিনেত্রী ভূমি পেডনেকার ও মানুষী চিল্লার।
মনীশ মালহোত্রার শোয়ে নজর কাড়লেন সলমন-ক্যাটরিনা।
মনীশ মালহোত্রার শোয়ে একঝাঁক বলিউড তারকা।
মনীশ মালহোত্রার শোয়ে সারা, জাহ্নবী, খুশি ও মানুষী চিল্লারের মাঝে ঈশান খট্টর।
হাতে চোট নিয়েও নজর কাড়লেন ভূমি পেডনেকার।
মনীশ মালহোত্রার শোয়ে হাজির ছিলেন সঙ্গীতা বিজলানি ও ডেইশি শাহ।
ঈশানের সঙ্গে পোজ দিলেন জাহ্নবী ও খুশি
নজর কাড়লেন খুশি কাপুর।