Maldives-র সৈকতে আকাশি মনোকিনিতে Sara Ali Khan
ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছেন সারা আলি খান। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
মালদ্বীপের সৈকতে 'ভেনি ভিদি আমাভি' ব্র্যান্ডের মনোকিনিতে দেখা গেল সইফ-অমৃতা কন্যা সারাকে।
ছবিতে দেখা যাচ্ছে আকাশি মনোকিনিতে সৈকতে খালি পায়ে দাঁড়িয়ে সারা। তাঁরা চোখে দামী রোদ চশমা। পাশে খোলা চটি। ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, 'উপরে আকাশ, নীচে বালি'।
মালদ্বীপে যাওয়ার পরই একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন সারা (Sara Ali Khan)। যেখানে রংবেংয়ের বিকিনিতে দেখা যায় সাইফ-কন্যাকে। তবে মালদ্বীপে গিয়ে সারার এই বিকিনির মূল্য কত জানেন?
জানা যায় সারার এই বিকিনিটির দাম ৫২ হাজার টাকা।
তবে সারা একা নন, তাঁর সঙ্গে মালদ্বীপে গিয়েছেন মা অমৃতা ও ভাই ইব্রাহিম।