সুশান্তকে ছাড়া কোনও কিছুই সম্ভব ছিল না, কেন এমন বললেন সারা?
ডেবিউ ছবি 'কেদারনাথ'-এর প্রমোশনে আজকাল প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুতকে।
সম্প্রতি ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন সারা।
সারার কথায়, '' আমার জানাই ছিল না কীভাবে কাজ করতে হয়, কীভাবে একটা গোটা ছবি তৈরি হয়। সুশান্ত সবকিছুই আমায় বুঝিয়েছে। সুশান্ত ছাড়া এই কাজ শেষ করা হয়ত আমার কঠিন হতো। সুশান্ত একজন ভীষণ হেল্পফুল ব্যক্তি। ''
সারা আলি খানের ডেবিউ ছবি কেদারনাথ মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর।
কেদারনাথ ছবির পাশাপাশি সিম্বা ছবির শ্যুটিংও করছেন সারা।
কেদারনাথ ছবিতে রণবীর সিংয়ের দেখা যাবে সারাকে।