রাতারাতি সেলেব্রিটি, স্কুলে যেতেই উপহার, শিক্ষক-বন্ধুদের আদরে ভাসলেন অঙ্কিতা
নিজস্ব প্রতিবেদন: জি বাংলার সারেগামাপার গ্র্যান্ড ফিনালে সুরের যাদুতে দর্শকদের মন তো বটেই সেরার সেরা শিরোপা জিতে নিয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। আর এখন রাতারাতি সেলেব্রিটি গোবরডাঙার মেয়ে।
সোমবার স্কুলে যেতেই অঙ্কিতাকে ঘিরে বাঁধনছাড়া উচ্ছ্বাস। স্কুলের মেয়েকে বরণ করে নিয়েছেন বাকি পড়ুয়ারা।
ইছাপুর হাইস্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতা। এদিন স্কুলে তরফে তাঁকে সংবর্ধিত করা হয়।
শিক্ষক-শিক্ষিকারাও বরণ করে নিন বিজয়ীকে।
শুধু তো শিক্ষক-শিক্ষিকা নন, স্কুলে সহপাঠীরাও অঙ্কিতার হাতে তুলে দিয়েছেন উপহারের ডালি।
ছোটরা আবার লিখেছেন, তোমার জন্য আমরা গর্বিত।
সারেগামাপা-২০১৯ এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারকদের বেছে নেওয়া চূড়ান্ত ছয় প্রতিযোগীরা ছিলেন অঙ্কিতা ভট্টাচার্য, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক, গৌরব সরকার, সুমন মজুমদার ও প্রীতম রায়। তাঁদের মধ্যে থেকেই শ্রোতা এবং বিচারকের মন জিতে সেরার শিরোপা পেয়েছেন অঙ্কিতা
গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল জি বাংলার প্ল্যাটফর্মে একদল তুর্কির পথ চলা। এরপরই শুরু টানা ৯ মাসের সুরের লড়াই।