ভারতকে হারানো, দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ক্যাপ্টেনের সঙ্গেই এমন করল পাকিস্তান!

Sun, 10 May 2020-11:37 am,

গত ছমাসে তাঁর কেরিয়ারের অনেকটাই ওলটপালট হয়েছে। তাই বলে পিসিবি সরফরাজ আহমেদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেবে! তিনি দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন। এমনকী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ক্যাপ্টেন হিসাবে হারিয়েছেন তিনি। 

টেস্ট ও টি—২০ ক্রিকেটে তিনি আর পাকিস্তানের অধিনায়ক নেই। একদিনের ক্রিকেটেও তাঁকে ক্যাপ্টেন হিসাবে রাখা হবে বলে কোনও গ্যারান্টি নেই। বাবর আজমকেই একদিনের দলের ক্যাপ্টেন করতে পারে পিসিবি। খবর এমনই। 

এবার কেন্দ্রীয় চুক্তিতে সরফরাজকে সি ক্যাটেগরিতে নামিয়ে আনল পিসিবি। এ থেকে সি। সরফরাজের কাছে যা অপমানের কম নয়। 

আগস্টে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে পিসিবি। কিন্তু পাক বোর্ডের সূত্র থেকে জানা যাচ্ছে, সরফরাজের নাম সি ক্যাটেগরি—তে রেখেছে পিসিবি। করোনার জন্য ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে বলেও জানা যাচ্ছে। 

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমিয়ে এনেছিল পিসিবি। ২০১৮ সালে তালিকায় ছিলেন ৩২ জন। ২০১৯ সালে ১৯ জন। গত বছর বাবর আজম এবং ইয়াসির শাহের সঙ্গে এ ক্যাটাগরিতে ছিলেন সরফরাজ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link