kalipuja 2023: দীপাবলির আগেই খুলে যাচ্ছে কোন কোন রাশির ভাগ্য, ঘটছে বিরল প্রাপ্তি?
শনির এই প্রত্যক্ষ গতির জেরে মেষ রাশি দারুণ লাভবান হতে চলেছে। হঠাৎ করে আর্থিক সুবিধা মিলতে পারে। এঁদের অর্থ-সংক্রান্ত সমস্যার সমাধান হবে।
শনিদেবের প্রত্যক্ষ গতিতে প্রত্যাবর্তনের ফলে বৃষ রাশির জাতকদেরও ভালো সময় চলছে। চাকরিজীবীদের জন্য ভালো। ব্যবসায়ী শ্রেণিরও লাভের সম্ভাবনা। সামাজিক সম্মান বাড়বে।
এই সময়টা মিথুন রাশিরও উন্নতির সময়। এঁদের অর্থ মিলবে, চাকরি সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে। এ সময়ে এঁরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
কন্যা রাশির জন্যও সময়টা খুব ভালো। ব্যবসায় দারুণ লাভের সম্ভাবনা। চাকরিপ্রার্থীদের জন্যও সময়টা ভালো। নতুন বাড়ি-গাড়ি কেনার যোগ রয়েছে।
ধনু রাশির জাতক-জাতিকারা মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসবে।
দীপাবলি মা কালীর আরাধনার সময়।
আবার শনিদেব হলেন মা কালীর শিষ্য। তাই দীপাবলির সময়ে শনিদেবের প্রভাব খুবই ফলপ্রসূ।