কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে, নয়া ব্যবস্থা SBI-এর
১৫ মার্চ শুক্রবার থেকে দেশ জুড়ে চালু হচ্ছে SBI কার্ডলেস ক্যাশ উইথড্রল। দেশে এই প্রথম কার্যকর হল এই নিয়ম।
SBI-এর YONO app-এ যোগ হয়েছে একটি নতুন ফিচার। তার মাধ্যমেই সম্পূর্ণ করা যাবে এই ট্রানজ্য়াকশন।
স্মার্ট ফোনে অ্যাপ ডাউনলোড করতে হবে। এটিএম থেকে টাকা তুলতে একটি ৬ ডিজিটের YONO ক্যাশ পিন নম্বর দেওয়া হবে। SBI এটিএম-এ গিয়ে সেই পিন নম্বর দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি এটিএম মেশিনে এন্টার করলেই টাকা তোলা যাবে।
জালিয়াতি রুখতেই এই নয়া পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের মোট ১৬৫০০ টি এটিএম-এ কার্যকর হবে এই পাইলট প্রোজেক্ট।
কলকাতায় আপাতত পার্কস্ট্রিটের SBI এটিএমে মিলবে এই সুবিধা। এরপর ধাপে ধাপে কলকাতার সমস্ত SBI এটিএমগুলি আপডেট করা হবে বলে জানা যাচ্ছে।