SBI-এর নতুন এই নিয়ম না জানলে কিন্তু আপনার পাঠানো টাকা চলে যাবে অন্য লোকের কাছে
প্রায় ১,৩০০ শাখার নাম ও IFSC বদলে ফেলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার দেশের সব থেকে বড় ব্যাঙ্কের তরফে এই কথা জানানো হয়েছে। গোটা দেশে প্রায় ১,৩০০ শাখার নাম ও IFSC বদলানো হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্কটি।
গত বছর এপ্রিলে এসবিআই-এর সঙ্গে বিলয় ঘটে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। সঙ্গে ভারতীয় মহিলা ব্যাঙ্ক নামে একটি ব্যাঙ্কও মিশে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে। এর ফলেই শাখার নাম ও IFSC বদলাতে হয়েছে বলে জানিয়েছে SBI.
মোট ১,২৯৫টি শাখার নাম ও IFSC বদল হয়েছে বলে জানিয়েছে এসবিআই।
গোটা বিশ্বের বৃহত্তম ব্যাঙ্কগুলির তালিকায় ৫৩ নম্বরে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্কটির মোট সম্পদের পরিমান ছিল ৩৩.৪৫ কোটি টাকা।
গোটা দেশে মোট ২২,৪২৮টি শাখা রয়েছে এসবিআইয়ের। গোটা দেশের ব্যাঙ্কিং ব্যবসার প্রায় ২৩ শতাংশ রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের অধীনে।