SBI News : মেয়াদি আমানতে অতিরিক্ত সুদ, ঋণে মকুব ফি, বড় ঘোষণা SBI এর
নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বড় ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে SBI। ঋণ (Loan) নেওয়ার ক্ষেত্রে জিরো প্রসেসিং ফি (Zero Processing Fee) এর পাশাপাশি মেয়াদি আমানতে (Term Deposit) সুদের হার (Interest) বাড়ানোর কথাও ঘোষণা করেছে এসবিআই (State Bank of India)।
এসবিআই জানিয়েছে, এবার থেকে গাড়ি কেনার জন্য নেওয়া ঋণে (Car Loan) দিতে হবে না কোনো প্রসেসিং ফি। শুধু তাই নয়, ৯০ শতাংশ পর্যন্ত on-road financing এর সুবিধা দেবে ব্যাঙ্ক। তবে শর্ত একটাই। এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপ YONO এর মাধ্যমে লোনের জন্য আবেদন করলে তবেই এই সুবিধা মিলবে। অ্যাপ ব্যবহারকারীদের জন্য গাড়ি ঋণে বার্ষিক ৭.৫ শতাংশ থেকে শুরু হবে সুদের হার।
বিভিন্ন ঋণে প্রসেসিং ফি ছাড়ের ঘোষণা করেছে এসবিআই। YONO অ্যাপে গোল্ড লোনে (Gold Loan) ৭.৫০ শতাংশ সুদের হারে ৭৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন আবেদনকারীরা। এক বেসিস পয়েন্টের অর্থ ০.০১ শতাংশ সুদের হার (Rate of Interest)। গোল্ড লোনেও লাগবে না কোনো প্রসেসিং ফি।
একই সুবিধা থাকছে গৃহ ঋণের (Home Loan) ক্ষেত্রেও। লাগবে না কোনো প্রসেসিং ফি। তবে এই সুবিধা ৩১ অগাস্ট পর্যন্তই সীমিত। এসবিআইয়ের গৃহ ঋণে সুদের হার ৬.৭০ শতাংশ থেকে শুরু হচ্ছে। উল্লেখ্য, পার্সোনাল ও পেনশন লোনের ক্ষেত্রেও লাগবে না কোনো প্রসেসিং ফি।
করোনা আবহে প্রথম সারির যোদ্ধাদের জন্যেও স্বাধীনতা দিবসে সুখবর দিয়েছে এসবিআই। পার্সোনাল লোনের (Personal Loan) ক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় পাবেন প্রথম সারির যোদ্ধারা। এই সুবিধা শীঘ্রই গোল্ড লোন (Gold Loan) ও গাড়ির ঋণের (Car Loan) ক্ষেত্রেও ঘোষণা করা হবে বলে জানিয়েছে এসবিআই।
খুচরো আমানতে (Retail Deposit) নয়া স্কীম ঘোষণা করেছে এসবিআই (SBI)। 'প্ল্যাটিনাম টার্ম ডিপোজিট' (Platinum Term Deposit) এ অতিরিক্ত সুদ পাবেন আমানতকারীরা। ৭৫ দিন, ৭৫ সপ্তাহ এবং ৭৫ মাসের মেয়াদি আমানতে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত সুদের হার ঘোষণা করেছে এসবিআই (SBI)। তবে উল্লিখিত অ্যাকাউন্টটি ১৫ই অগাস্ট থেকে চলতি বছরের ১৪ সেপ্টেম্বরের মধ্যে খুলে ফেলতে হবে।
এসবিআইয়ের রিটেল ও ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সি এস শেঠি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, নয়া স্কীমের ফলে গ্রাহকরা উপকৃত হবেন। পাশাপাশি প্রাক উৎসবের মরসুমে গাড়ি-বাড়ি কেনায় বিনিয়োগ বাড়বে বলেও আশা করা যায়।