ব্যাঙ্ক জালিয়াতদের হাত থেকে বাঁচতে গ্রাহকদের ৬টি বিষয়ে সতর্ক করল SBI

Sudip Dey Sun, 26 Apr 2020-4:55 pm,

SBI গ্রাহকদের ইএমআই বা ডিবিটি বা তহবিলের সঙ্গে সম্পর্কিত যে কোনও লিঙ্কে OTP বা ব্যাঙ্কের বিশদ জানতে চাইলে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

SMS, ই-মেইল, ফোন কল বা বিজ্ঞাপনের মাধ্যমে নগদ পুরষ্কার বা চাকরির সুযোগ দেওয়ার দাবি করে কোন লিঙ্ক পাঠালে তা ক্লিক করবেন না। 

সময়ে সময়ে সমস্ত ব্যাঙ্ক সম্পর্কিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রয়োজনে নিজস্ব গোপনীয়তা বজায় রেখে কোথাও লিখে রাখুন।

মনে রাখবেন যে SBI বা এর প্রতিনিধিরা কখনই ইমেল, SMS এর মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য জানতে চায় না। পাসওয়ার্ড বা OTP-র জন্য কল করে না।

যোগাযোগের নম্বর এবং অন্যান্য তথ্যের জন্য সর্বদা কেবল SBIয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। ইন্টারনেট অনুসন্ধান ফলাফলগুলিতে উপলব্ধ কোনও ব্যাঙ্কের তথ্যের উপর নির্ভর করবেন না।

স্ক্যাম বা ভুয়ো সংক্রান্ত কোনও ফোন পেলে সেই সম্পর্কে স্থানীয় পুলিস প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানান এবং আপনার নিকটস্থ SBI শাখায় যোগাযোগ করুন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link