প্রতারণা থেকে বাঁচতে ডেবিট কার্ডে খরচের সীমা বাঁধতে পারবেন SBI গ্রাহকরা

Thu, 24 Jan 2019-4:59 pm,

আপনি কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক? আপনার কি ডেবিট কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ডেবিট কার্ডের মাধ্যমে প্রতারণা আটকাতে নয়া ব্যবস্থা আনল এসবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

নতুন ব্যবস্থায় ডেবিট কার্ডে সর্বোচ্চ খরচের সীমা বেঁধে দিতে পারবেন গ্রাহকরা। একের পর এক প্রতারণার ঘটনার জেরে এমন পদক্ষেপ করেছে ব্যাঙ্ক। তবে এই ব্যবস্থাও সতর্কতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়েছে এসবিআই। 

 

কীভাবে ডেবিট কার্ডে খরচের সীমা বাঁধবেন? লিমিট পরিবর্তন বা চালু করার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এসআইবি-এর অফিসিয়াল অ্যাপ YONO। 

এরপর অ্যাপের মেনু থেকে যেতে হবে সার্ভিস রিকোয়েস্টে। 

সার্ভিস রিকোয়েস্টে গিয়ে এটিএম/ডেবিট কার্ড বিকল্পে যান। সেখান থেকে কার্ডের খরচের সীমা নির্ধারণ করতে পারবেন। 

এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এসবিআই কার্ড, এসবিআই  মিউচুয়াল ফান্ড, এসবিআই জীবন বিমা, এসবিআই সাধারণ বিমা ও সিকিউরিটিস সংক্রান্ত সবরকম পরিষেবা দেয় YONO অ্যাপ ও ওয়েবসাইট।  YONO-র অর্থ 'You Only Need One'। 

বলে রাখি, এই অ্যাপ দিয়ে বিনা নথিতে তত্ক্ষণাত্ এসবিআই অ্যাকাউন্ট খুলতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। এই পরিষেবা চালু রয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link