SBI FD Interest Rate Hike: নতুন বছরের আগে বড়খবর, এফডিতে সুদের হার বাড়াল এসবিআই
স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর। নতুন বছরের আগে থেকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই। তবে এই হার ২ কোটি টাকার নীচের ডিপোজিটে। বুধবার থেকে এই নতুন হার চালু হচ্ছে। এমনটাই জানানো হয়েছে এসবিআইয়ের সাইটে।
৭ থেকে ৪৫ দিনের সময়সীমায় এফডিতে সুদের হার ছিল ৩ শতাংশ। এবার তা বেড়ে হল ৩.৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য এই হার বেড়ে হল ৪ শতাংশ।
৪৬ দিন থেকে ১৭৯ দিনের সময়সীমায় এফডিতে সুদের হার ছিল ৪.৫০ শতাংশ। এবার তা বেড়ে হল ৪.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তা হল ৫.২৫ শতাংশ।
২১১ দিন থেকে এক বছরের কম সময়সীমায় সুদের হার ছিল ৫.৭৫ শতাংশ। এখন তা বেড়ে হল ৬.০০ শতাংশ। বয়স্কদের জন্য তা হল ৬.৫ শতাংশ।
এক বছর থেকে ২ বছর সময়সীমার মধ্যে এফডিতে সুদের হার ছিল ৬.৮০ শতাংশ। এই হার অপরিবর্তীতই রইল। বয়স্কদের ক্ষেত্রে এই হার হল ৭.৩০ শতাংশ।
৩ বছর থেকে ৫ বছর সময়সীমার মধ্যে এফডিতে সুদের হার ছিল ৬.৫০ শতাংশ। এখন তা বেড়ে হল ৬.৭৫ শতাংশ। বয়স্কদের ক্ষেত্রে তা বেড়ে হল ৭.২৫ শতাংশ। ৫-১০ বছরের মধ্যে সুদের কোনও বদল হচ্ছে না।