SBI Alert: আগামিকাল বন্ধ Internet Banking, YONO, UPI পরিষেবা, জানুন সময়

Sat, 03 Jul 2021-1:58 pm,

নিজস্ব প্রতিবেদন: কিছু সময়ের জন্য রবিবার বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা (Internet Banking Service)। ব্যাহত থাকবে YONO, YONO Lite ও UPI পরিষেবাও। 

গ্রাহকদের উদ্দেশ্যে টুইট করে এসবিআই জানিয়েছে, ৪ জুলাই রবিবার রাত ৩টে বেজে ২৫ মিনিট থেকে ভোর ৫ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হবে পরিষেবা। 

We request our esteemed customers to bear with us as we strive to provide a better banking experience.#InternetBanking #YONOSBI #YONO #ImportantNotice pic.twitter.com/l7dsyoQcsu

— State Bank of India (@TheOfficialSBI) July 2, 2021

গ্রাহকদের জন্য পরিষেবা আরও উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় এসবিআই।

প্রসঙ্গত, পয়লা জুলাই থেকে ATM এ টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে SBI। স্টেট ব্যাঙ্কের (SBI) ATM বা ব্র্যাঞ্চ থেকে মোট চারবার বিনা শুল্কে টাকা তুলতে পারবেন। তারপর থেকে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা করে চার্জ কাটবে। 

সেভিংস অ্যাকাউন্টের চেকবুকে প্রথম ১০টি পাতা বিনামূল্যে পাবেন। তারপর লাগলে কিনতে হবে। ১০টি পাতার জন্য ৪০ টাকা+জিএসটি, ২৫ পাতার জন্য ৭৫ টাকা+জিএসটি চার্জ লাগবে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link