SBI গ্রাহকদের জন্য সুখবর, কমল সেভিংসে মিনিমাম ব্যালেন্স
এসবিআই গ্রাহকদের জন্য বড় সুখবর।
সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের পরিমাণ একধাক্কায় অনেকখানি কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক।
প্রায় ৪০ শতাংশেরও বেশি কমানো হল ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ।
গ্রাম, আধা শহর, শহর, মেট্রো-এই ৪ ভাগে গ্রাহকদের ভাগ করেছিল এসবিআই।
মিনিমাম ব্যালেন্সের পরিমাণ এক এক জায়গার জন্য এক একরকম।
মেট্রো শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ৩০০০ টাকা।
শহরের ক্ষেত্রেও মিনিমাম ব্যালেন্সের পরিমাণ ৩০০০ টাকা।
আধা-শহরের ক্ষেত্রে টাকার অঙ্কটা ২০০০ টাকা।
আর গ্রামের গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ১০০০ টাকা
মিনিমাম ব্যালেন্স না থাকলে জরিমানা করা হবে। তবে জরিমানার অঙ্কে তারতম্য রয়েছে।
মেট্রো এবং শহরের ক্ষেত্রে ৫০ শতাংশ বা তার কম ঘাটতি থাকলে ১০ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ১২ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১৫ টাকা জরিমানা করা হবে।
আধা-শহরের ৫০ শতাংশ বা তার কম ঘাটতি হলে ৭.৫ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ১০ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১২ টাকা জরিমানা করা হবে।
গ্রামে ৫০ শতাংশ বা তার কম ঘাটতিতে ৫ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ৭.৫ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১০ টাকা জরিমানা হবে।