এই কাজটা না করলে আপনার এসবিআই-এর নেট ব্যাঙ্কিং বন্ধ হতে পারে!
স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অথচ যাঁদের মোবাইল নম্বর যুক্ত নেই, ভুগতে হতে পারে সেই সকল গ্রাহকদের
৩০ নভেম্বরের পর ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা না-ও পেতে পারেনতাঁরা।
বাদ সাধতে পারে সাধের ডেবিট কার্ডটিও।
ইএমভি চিপ লাগানো না থাকলে বাতিল হয়ে যেতে পারে সেটি।
নিজেদের ওয়েবসাইটেসম্প্রতি এমনই কিছু ঘোষণা করেছে এসবিআই কর্তৃপক্ষ।
৩০ নভেম্বরের মধ্যে বাড়ির কাছে ব্যাঙ্কের শাখায় গিয়ে মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে।
নাহলে ১ ডিসেম্বর থেকে তাঁরা আর ওই অ্যাকাউন্ট থেকে নেট ব্যাঙ্কিং করতে পারবেন না। তবে চালু থাকবে অ্যাকাউন্ট।