SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ! বাজেটের পর কমল সুদের হার
নিজস্ব প্রতিবেদন : ফের সুদের হার কমাল SBI।
ফিক্সড ডিপোজিটে সুদ কমল ০.৫ শতাংশ।
১৮০ থেকে ২১০ দিনের আমানতের উপর সুদের হার হল ৫.৫ শতাংশ।
১ বছর থেকে ২বছরের ক্ষেত্রে সুদের হার হল ৬ শতাংশ।
২ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার হল ৬.৫ শতাংশ।
সুদের হার কমানো হচ্ছে গৃহঋণ ও গাড়ি ঋণেও।