তিন মাসের মধ্যে রেললাইনের পাশ থেকে সরাতে হবে ৪৮ হাজার ঝুপড়ি! নির্দেশ সুপ্রিম কোর্টের
দিল্লি ও সংলগ্ন এলাকায় ১৪০ কিমি রেলওয়ে ট্র্যাক-এর আশেপাশ বেআইনিভাব বসবাস করছে বহু মানুষ। ফলে রেলওয়ে ট্র্যাক ও পার্শ্ববর্তী এলাকা আবর্জনায় ভর উঠছিল। আর তাই এবার সাহসী সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকার রেল লাইনের ধারে বেআইনিভাবে থাকা ৪৮ হাজার ঝুপড়ি ভেঙে ফেলতে হবে। তাও তিন মাসের মধ্যে।
সুপ্রিম কোর্ট এমনও জানিয়েছে, এই নির্দেশ কোনওরকম রাজনৈতিক প্রভাবে প্রভাবিত করা যাবে না। আগামী এক মাসের মধ্যে প্রশাসনকে ৪৮ হাজার ঝুপড়ি সরানোর কাজ শুরু করে দিতে হবে।
তবে প্রশ্ন উঠছে রেললাইনের ধার থাকা মানুষদের ভবিষ্যত কী হবে তা নিয়ে! সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্দিষ্ট তালিকা তৈরি করে ঝুপড়ি উচ্ছেদ করত হবে।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে ওই ১৪০ কিমি দীর্ঘ রেলপথের পাশে পড়ে থাকা যাবতীয় আবর্জনা ও জঞ্জাল প্রশাসনকে সাফ করতে হবে।