India Richest Jeweller: ইনিই দেশের সবচেয়ে ধনী জুয়েলার, জানুন এই স্কুল ড্রপআউটের সম্পদের পরিমাণ

Sun, 15 Oct 2023-2:40 pm,

এবার ফোর্বসের তালিকায় নজর কেড়েছেন জয় আলুক্কাস। তিনিই ভারতের ৫০তম ধনী। আদানিকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন মুকেশ আম্বানি।

কে এই জয় আলুক্কাস? দেশের নামী জুয়েলারি ব্র্যান্ড জয়আল্লুকাস-এর মালিক জয় আলুক্কাস। দেশে রয়েছে তাঁর একশোটি আউটলেট। বিদেশে ৬০টি। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৩৬,৭০০ কোটি টাকা।

১৯৫৬ সালে জয়ের বাবা ভার্গিস আলুক্কাস একটি সোনার দোকান খোলেন কেরালার ত্রিচুরে। আর ২০০৭ সালে স্কুল ড্পআউট জয় আলুক্কাস চেন্নাইয়ে খুলে ফেলেছেন দুনিয়ার সবচেয়ে বড় সোনা ও হিসের শো রুম ডায়মন্ড কেভ।

 

জয়ের সোনা, হিরের ব্যবসা সামলান তাঁর স্ত্রী ও ছেলে। স্ত্রী জলি জয়। তিনিই জয়আলুক্কাস ফাউন্ডেশনের এমডি। অন্যদিকে ছেলে জন পল সামলান তাঁর গ্লোবাল জুয়োলারি ব্যবসা।

 

স্কুলের পড়াশোনা শেষ করতে পারেননি জয় আলুক্কাস। ১৯৮৭ সালে তাঁর সোনার গহনার শো রুম খোলেন আবু ধাবিতে। তাঁর কোম্পানিতে বর্তমানে কাজ করেন ৯ হাজার মানুষ।

কোম্পানির নিজের ঘোষণা অনুয়ায়ী ২০২৩ সালে তাদের ব্যবসা হয়েছে ১৪,৫১৩ কোটি টাকা। তার থেকে কোম্পানি লাভ করেছে ৮৯৯ কোটি টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link