রেলের ইতিহাসে প্রথমবার! সংরক্ষিত আসনের যাত্রীর নাম `মহাকাল`, উদ্বোধন করলেন মোদী
নিজস্ব প্রতিবেদন: একটি ট্রেনের আসন সংরক্ষণ করে দেওয়া হয়েছে 'ঈশ্বর'-এর নামে। ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার ট্রেনের কামরার একটি আসন রীতিমতো মন্দিরের চেহারা নিয়েছে।
রবিবার বারাণসী থেকে কাশী মহকাল এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ট্রেনের বি৫ কোচের ৬৪ নম্বর আসনটি সংরক্ষিত করা হয়েছে মহাকালের নামে।
শুধু তাই নয়, মহাকালের ছবি রেখে পুজোঅর্চনাও করেছেন রেলের আধিকারিকরা।
আইআরসিটিসি পর্যটনের অধিকর্তা রজনি হাসিজা জানান, ওই আসনটি মহাকালের জন্য় সংরক্ষিত থাকবে।
ইন্দোরের ওমকারেশ্বর, উজ্জয়নের মহাকালেশ্বর ও বারাণসীর কাশী বিশ্বনাথ- তিনটি জ্য়োর্তিলিঙ্গকে রেলপথে যুক্ত করেছে ট্রেনটি।
রেল সূত্রে খবর, ট্রেনে ভক্তিগীতি বাজানো হবে। যাত্রীরা পাবেন নিরামিষ খাবার।
বলে রাখি, এটি দেশের তৃতীয় বেসরকারি ট্রেন। ট্রেন চালানোর দায়িত্ব রয়েছে আইআরসিটিসি। বারাণসী থেকে মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টো ৪৫ মিনিটে ও রবিবার দুপুর ৩টে ১৫ মিনিট রওনা দেবে ট্রেনটি।