সল্টলেক সেক্টর ফাইভের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, কাজ করল না অগ্নিনির্বাপন যন্ত্র
রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাতে সেক্টর ফাইভের ওয়েবেলের কাছে শৈল টাওয়ারে আগুন লাগে। মনে করা হচ্ছে, এই বহুতলের নীচে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকেই আগুন ছড়িয়েছে।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
উল্লেখ্য, আমফানের পরবর্তীতে এলাকার অবস্থা খারাপ ছিল। সেদিনের পর থেকেই বহু লাইট পোস্ট ভেঙে পড়ে রয়েছে রাস্তায়, জট পাকিয়ে রয়েছে ইলেক্ট্রিকের তারও। সম্ভবত এদিন ঝড়-বৃষ্টির কারণেই বিপত্তি ঘটে।
যদিও রবিবার হওয়ায় সেক্টর ফাইভের এই এলাকা ফাঁকা থাকায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। তবে ক্ষয়ক্ষতি কতটা তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এই বহুতলের ভিতরের অগ্নিনির্বাপন যন্ত্রগুলি ঠিক সময়ে কাজ করেনি। পাশাপাশি লকডাউনের রবিবারে বহুতল বন্ধ থাকায় ভেতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মী এবং এলাকাবাসীদের।
গতকাল থেকেই খুলছে রেস্তোরাঁ এবং শপিং মল। আর তার ঠিক আগেই এধরণের বিপত্তি কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।