দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে Mao-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, উদ্ধার বিপুল অস্ত্র

Mon, 08 Feb 2021-7:53 pm,

মাওবাদী দমনে ছত্তীসগঢ়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

গতকাল রাতে দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তি টাকিলোদ-ইটওয়ার লেন্ডার জঙ্গলে ২ মাওবাদী শিবির ধ্বংস করল পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।

কোবরা, এসটিএফ ও রাজ্য পুলিসের যৌথ অপারেশনে উদ্ধার হল বিপুর অস্ত্র-গুলি, আপত্তিকর নথি ও দৈনিক ব্যবহারের জিনিসপত্র।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বেশ কয়েকটি রাইফেল, টিফিন বক্স, ওয়াকিটকি, মাওবাদী ইউনিফর্ম, ব্যাগ, বোমা ও খাবারদাবার।

 

বিশেষ সূত্রে খবর পেয়েই ইটাওয়ার-লেন্ডার জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এছাড়াও বিজাপুরে পেটগিলুর জঙ্গলে অস্ত্র,বিস্ফোরক জড়ো করেছিল তেলঙ্গানা রাজ্য কমিটির মাওবাদীরা। 

এলাকায় মোতায়েন নিরাপত্তারক্ষীদের উপরে হামলা চালাতেই ওইসব অস্ত্র মজুত করা হয়।

সুকমার কিস্তারাম থানা এলাকায় পালাকাড্ডু গ্রাম থেকে মোট ১২১৪টি স্পাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সুকমা পুলিস।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link