তছনছ আমেরিকা! প্রতিবাদ দেখেছে এবার বন্ধন দেখছে, দেখুন সেই ছবি
নিজস্ব প্রতিবেদন: "আমরা সবাই জর্জ ফ্লয়েড" কিংবা "আই কান্ট টেক ব্রেথ" এই স্লোগানে ভেসেছে আমেরিকা থেকে গোটা বিশ্ব। দাবি একটাই, নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের হত্যাকারীর কঠোর শাস্তি চাই। এই মর্মেই প্রতিবাদের আগুন জ্বলেছে গোটা আমেরিকা জুড়ে। তছনছ হয়ে ভেঙেছে মার্কিন মুলুক।
তবে যে আমেরিকাবাসী সব ভাঙচুর করেছিলেন। তারাই এগিয়ে এলেন সাফাই কাজেও। নিজেরাই হাতে তুলে নিলেন আমেরিকাকে ফের সাজিয়ে তোলার দায়িত্ব।
ভেঙে পড়েছে একের পর এক দোকান, আগুনে পুড়ে গিয়েছে অনেক বিল্ডিং। সেগুলোকে সরিয়ে ফেলছেন স্বেচ্ছাসেবকের দল।
মিনিয়াপোলিস থেকে আটলান্তা বিক্ষোভের আঁচে ঝলসে গিয়েছে একের পর এক শহর। যে আমেরিকা প্রতিবাদ করছিল সেই আমেরিকাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে রাস্তায়। তবে প্রতিবাদে নয়, সাফাইয়ে।
যে শ্বেতাঙ্গ পুলিস অফিসারের হাঁটুর চাপে শ্বাস না নিতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল জর্জ ফ্লয়েড। গ্রেফতার করা হয়েছে তাকে। তবে বর্ণবিদ্বেষ দীর্ঘকালীন সমস্যা। তার দূরদর্শী সমাধান চাই, একথা আবারও প্রমাণিত হলো।