আইপিএল ২০১৯-এ কেমন হতে পারে কেকেআর দল! জেনে নিন

Sun, 09 Dec 2018-4:22 pm,

ক্রিস লিন- গতবার চোট সমস্যায় জর্জরিত ছিলেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে লিনের জুড়ি মেলা ভার।

রবীন উথাপ্পা- ওপেনার হিসাবে কেকেআরের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে আপাতত ঘরোয়া ক্রিকেটেও খেলছেন না। চোট রয়েছে।

শুভমান গিল- গতবার ১৩ ম্যাচে ২০৩ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। তিন নম্বরে ব্যাট করার জন্য আদর্শ ব্যাটসম্যান। 

দীনেশ কার্তিক- গতবার ১৬ ম্যাচে ৪৯৮ রান করেছিলেন। দলের অধিনায়ক। 

নীতিশ রানা- গতবার একাধিক ম্যাচে ভাল পারফর্ম করে নজর কেড়েছিলেন। 

আন্দ্রে রাসেল- গতবার ১৬ ম্যাচ খেলে ৩১৬ রান করেছিলেন। টি-২০ স্পেশালিস্ট হিসাবে সুপরিচিত। 

স্যাম কুরান- অলরাউন্ডার হিসাবে নির্ভরযোগ্য। 

সুনীল নারিন- দুরন্ত স্পিনার। কেকেআর নাইটওয়াচম্যান হিসাবেও ব্যবহার করেছে এই ক্যারিবিয়ান স্পিনারকে। 

শিভম মাভি- কমবয়সী প্রতিভাবান বোলার হিসাবে উল্লেখযোগ্য। 

কুলদীপ যাদব- রিস্ট স্পিনার। গত আইপিএলে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭টি উইকেট।

জয়দেব উনাদকার- মহম্মদ শামিকে পাওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। তাঁকে না পেল জয়দেব উনাদকার দলের ভরসা হতে পারেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link