উদ্বোধনের আগে শহরের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁর অন্দরের ছবি দেখে নিন
কমলিকা সেনগুপ্ত: আর কয়েকদিন বাদে জনসাধারণের জন্য খুলে যেতে চলেছে রাজ্যের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ।
নিউটাউনের রবীন্দ্র তীর্থের কাছে বৃত্তকার এই রেস্তোরাঁটির উচ্চতা ৫৫মিটার। ২০০ মিটার গোলাকার এলাকাজুড়ে রয়েছে রেস্তোরাঁটি।
সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকবে।
আইআইটি কানপুর ও রাইটসের থেকে মিলেছে প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র। বিধ্বংসী ঝড়েও কাঠামোর কোনও ক্ষতি হবে না।
রেস্তোরাঁর ভিতরে চা-কফি খেতে খেতে বিন্দাস আড্ডা মারতে পারবেন শহরবাসী।
দেড়শো থেকে দুশোজনই বসতে পারবেন রেস্তোরাঁয়। তার বেশি বসলে বেজে উঠবে নিরাপত্তা ঘণ্টা।
ভিতরে থাকছে বাংলার মনীষীদের ছবি। ঝাঁ চকচকে ফ্লোর।
ঝুলন্ত রেস্তোরাঁ থেকে গোটা নিউটাউনকে দেখা যাবে।
ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে টিকিট কাউন্টার।
পার্কিং লটে থাকতে পারে ৬০টি গাড়ি।
এখনও লিফটের কাছে আচ্ছাদন তৈরির কাজ বাকি। সেটি সম্পূর্ণ করতে আরও কয়েকটা দিন দরকার।