১০ অক্টোবর থেকে প্রতি মিনিটে কলচার্জ ৬ পয়সা, গ্রাহকদের জন্য টপআপ রিচার্জ আনল Jio

Wed, 09 Oct 2019-11:48 pm,

নিজস্ব প্রতিবেদন: জিও নম্বর থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কল করার দিন শেষ হতে চলেছে। আগামিকাল অর্থাত্ ১০ অক্টোবর থেকে জিও থেকে এয়ারটেল, ভোডাফোনে কল করতে গেলে এবার প্রতি মিনিটে লাগবে ৬ পয়সা। 

তবে গ্রাহকদের সুবিধার জন্য টপ আপ এনেছে জিও। কী থাকছে টপ আপে? 

১০ টাকার রিচার্জ করলে মিলবে অন্য নেটওয়ার্কে ১২৪ মিনিট বিনামূল্যের কল। সঙ্গে ১ জিবি ডেটা। 

২০ টাকার রিচার্জ করলে অন্য নেটওয়ার্কে কল করা যাবে ২৪৯ মিনিট। ২ জিবি ফ্রি ডেটা। 

৫০ টাকা রিচার্জ করলে মিলছে অন্য নেটওয়ার্কে ৬৫৬ মিনিটের বিনামূল্যের কল। সঙ্গে ৫ জিবি ডেটা। 

১০০ টাকার রিচার্জে ১৩৬২ মিনিট অন্য নেটওয়ার্কে কল। সঙ্গে ১০ জিবি ডেটা। 

বলে রাখি, ২০১৭ সালে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ ১৪ পয়সা থেকে কমিয়ে ৬ পয়সা করে ট্রাই। ২০২০ সালের মধ্যে তা শূন্য করে দেওয়ার আবেদন করেছে জিও। 

জিও বিবৃতিতে জানিয়েছে, গত ৩ বছরে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ দিতে সংস্থার খরচ হয়েছে ১৩,৫০০ কোটি।

জিও ফোর জি পরিষেবা চালু হওয়ার পর প্রথম ৬ মাস বিনামূল্যে পরিষেবা নিয়েছিলেন গ্রাহকরা। পরে নির্দিষ্ট অঙ্কের রিচার্জে বিনামূল্যে কল পরিষেবা দিতে শুরু করে জিও। এখনও ৩৯৯ টাকার রিচার্জে ৮৪ দিন বিনামূল্যে কল ও প্রতিদিন মেলে ১.৫ জিবি ডেটা। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link