দেখুন ছবিতে: লাখ টাকা কোন ছাড়! এই ফোনগুলির দাম কোটি টাকা, কিনবেন নাকি?
নিজস্ব প্রতিবেদন: ১ লাখি ফোন বেচে স্যামসাং ও অ্যাপেল। স্যামসাং গ্যালাক্সি এস২১-র দাম পড়ে ১ লক্ষের বেশি। আইফোন ১২ সিরিজ কিনতে খসাতে হবে ১.২৫ লক্ষ টাকা। এটাই কি বিশ্বের দামি ফোন? আজ্ঞে, না। কোটি টাকার ফোনও বিকোচ্ছে। কোটি টাকার ফোনে কি হিরে-জহরত রয়েছে? একদমই। হিরে জহরত মোড়া ফোনই বিকোচ্ছে কোটি টাকায়।
অস্ট্রিয়ান গয়না ব্যবসায়ী পিটার এলিসন ও রাশিয়ান সংস্থা জেএসসি এনকোর্টের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ফোন। ফোনে দু'পাশে রয়েছে ৫০টি হিরে। এর মধ্যে আবার নীল হিরে ৫টি। ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি ফোনের লোগো। ফোনটির দাম ৯.৩ কোটি টাকা। রাশিয়ার ধনীদের জন্য তৈরি হয় এই ফোন। এই ফোন হ্যাক করার সাধ্য নেই কারও।
বিশ্বের অন্যতম দামি ফোন কেভিয়ার আইফোন ১২ প্রো। মাত্র ৭টি ফোন এ যাবৎ উৎপাদিত হয়েছে। ফোনের দাম ৯১ লক্ষ টাকা। ফোনটি ১৮ ক্যারেট সোনা ও হিরেতে মোড়ানো। একেবারে আইফোন ১২-র মতো সোনা-হিরের সংস্করণ।
এই ফোনের চারটি সংস্করণ রয়েছে- হিরে, সোনা, টাইটানিয়াম এবং চামড়া। টাইটানিয়াম ফোনের তিন দিকে রয়েছে সোনা। এছাড়া দু'টি হিরেও। ১২৮ জিবির ফোনের দাম পড়ছে প্রায় ১৪.৫ লক্ষ টাকা।
গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটি নির্মাতা একটি সুইডিশ সংস্থা। বিশ্বের সর্বাধিক দামি ফোন হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলে ফেলেছে এটি। ১.২০ লক্ষ হিরের টুকরো এবং ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি হয়েছে এই ফোন। দাম ৭.৭ কোটি টাকা। এখনও পর্যন্ত ৩টি মডেলই তৈরি হয়েছে।
২০০ বছরের প্রাচীন আফ্রিকান ব্ল্যাকউড দিয়ে তৈরি হয়েছে এই ফোন। এর সঙ্গে রয়েছে ৪৫.৫ ক্যারাট কালো হিরে এবং ১৮০ গ্রাম সোনা। এই স্মার্টফোনের দাম ৭.১ কোটি টাকা। মাত্র ৩টি ফোনই তৈরি করেছে সংস্থা।