সব সতর্কতার পরও করোনা পজিটিভ হয়ে গেলাম, টুইট করে জানালেন উমা
করোনা পজিটিভ হলেন বিজেপির শীর্ষ নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।
গতকাল গভীর রাতে টুইট করে নিজেই জানালেন সেকথা। সম্প্রতি তাঁর সংস্পর্শ্বে যাঁরা এসেছেন তাঁদের তিনি আইসোলেশনে থাকতে অনুরোধ করেছেন।
উমা ভারতী বর্তমানে ঋষিকেশ ও হরিদ্বারের মধ্যবর্তি বন্দে মাতরম কুঞ্জে নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন। চার দিন পর ফের করোনা টেস্ট করাবেন বলে জানিয়েছে বিজেপি নেত্রী।
গতকাল হিন্দিতে টুইট করেছেন, গত তিন দিন ধরে সামান্য জ্বর ছিল। তাই করোনা টেস্টের জন্য প্রশাসনকে বলেছিলাম। তাতেই টেস্টের ফল পজিটিভ আসে।
অন্য একটি টুইটে উমা আরও লিখেছেন, সোশ্যাল ডিস্ট্য়ান্সিং-সহ করোনার সব গাইডলাইনই মেনে চলেছিলাম। তার পরেও করোনা পজিটিভ হয়ে পড়লাম।