ICC World Cup 2019: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট! বিশ্বকাপে কপিলকে টপকে গেলেন শামি

Sukhendu Sarkar Mon, 01 Jul 2019-4:37 pm,

রবিবার বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভার বল করে ৬৯ রান দিয়ে ৫টি উইকেট নেন ভারতীয় পেসার মহম্মদ শামি।

একদিনের ক্রিকেট কেরিয়ারে এই প্রথম এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেন শামি।

চলতি বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি।

 

২০১৫ সালে বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে শামি নিয়েছিলেন ১৭টি উইকেট৷ ২০১৯ সালে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন।সব মিলিয়ে বিশ্বকাপে ১০টি ম্যাচ খেলে শামির ঝুলিতে ৩০টি উইকেট৷ ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সব থেকে কম ম্যাচ খেলে বিশ্বকাপে ৩০টি উইকেট নিয়েছেন।

বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলে ২৫টি ইনিংসে বল হাতে নিয়ে ২৮টি উইকেট নিয়েছেন '৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পথে কপিল দেবকে টপকে গেলেন শামি।

 

বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জাহির খান এবং জাভাগাল শ্রীনাথ। জাহির ২৩টি ম্যাচ খেলে বিশ্বকাপে ৪৪টি উইকেট নিয়েছেন৷ আর শ্রীনাথ ৩৪টি ম্যাচের ৩৩টি ইনিংসে নিয়েছেন ৪৪টি উইকেট৷ 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link