ইতিহাস গড়ল নিফটি, ভোটের হাওয়ায় ফুরফুরে শেয়ার বাজার

Tue, 16 Apr 2019-4:20 pm,

রেকর্ড ভেঙে আরও এক বার রেকর্ড গড়ল শেয়ার বাজার। মঙ্গলবার এই প্রথম ১১,৮০০ ছুঁল নিফটি। সেনসেক্সও ৪৫৮ পয়েন্ট বেড়ে ৩৯,৩৬৪ অঙ্কে পৌঁছয়। যা নজিরবিহীন রেকর্ড বলছেন বিশেষজ্ঞরা

এ দিন ছিল টিসিএস-র রেজাল্ট। শেষ ত্রৈমাসিক রেজাল্ট ভাল হওয়ায় মজবুত ছিল তথ্য-প্রযুক্তির এই শেয়ার। এক শতাংশ বৃদ্ধি টিসিএস-র।

ব্যাঙ্কের শেয়ারদরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আইসিআইসিআই ব্যাঙ্ক ৪ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৪ শতাংশ, এক্সিস ব্যাঙ্ক ১.৬ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ০.৮০ শতাংশ বৃদ্ধি পায়।

তবে, ইনফোসিস সকালে ৩ শতাংশ পড়ে গিয়ে বাজর বন্ধ হওয়ার সময় দাঁড়ায় ০.৪০ শতাংশে।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগের হিড়িক পড়েছে বিদেশি লগ্নিকারীদের। প্রধানত, শেয়ার বাজার তুঙ্গে থাকার এটি অন্যতম কারণ বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা।

চলতি মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন বিদেশি লগ্নিকারিরা

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ভোটের মরসুমও একটা ফ্যাক্টর। ক্ষমতায় কে আসে, সেই গতিবিধি বুঝেই বিনিয়োগ করছেন লগ্নিকারিরা।

ইতিমধ্যে রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গৃহঋণের সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। এমনকি দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে জুনেও আরবিআই সুদ কমাতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link