Regulation of Trains: দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন বাতিল, রুটবদল অনেক ট্রেনের, গন্তব্যের আগেই থেমে যাচ্ছে বহু ট্রেন...

Soumitra Sen Wed, 31 Jul 2024-11:20 am,

০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল এবং ০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু স্পেশাল-- আপ ও ডাউনে দুটি ট্রেনই আজ বাতিল করা হয়েছে।

বেশ কিছু ট্রেনের ডাইভারসনও ঘটানো হয়েছে। যেমন, ১২৩৭৬ জসিডি-তামবারাম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটি ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য রুটে। ডাইভারসন হয়েছে ২২৫১১ মুম্বই এলটিটি-কামাখ্যা জং কর্মভূমি এক্সপ্রেসটিরও।

আবার শর্ট টার্মিনেশন বা রুট সংক্ষিপ্তকরণও করা হচ্ছে কিছু ট্রেনের। যেমন, ১৩২৮৭ দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেস জারসুগুদাতেই থেমে যাবে। একই ভাবে ১৩২৮৮ আরা দুর্গ সাউথ বিহার এক্সপ্রেসও টাটা নগরে থেমে যাবে।

লিংক রেকের দেরিতে চলার জন্য ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ সকাল ৬.৪৫-এর বদলে ছাড়ল সাড়ে দশটায়। পরিবর্তন ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসেও। ট্রেনটির দিঘা থেকে আজ সকাল ১০.৩৫-য়ে ছাড়ার কথা ছিল। ছাড়বে দুপুর ২টো ২০ মিনিটে।  

২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেসটির আজ দুপুর ২টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। ছাড়বে সন্ধে ৬টা ১০ মিনিটে।

২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেসটির আজ দিঘা থেকে সন্ধে ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link